আচ্ছা, ফ্রিল্যান্সিং করে কি আসলেই মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়? ফেসবুকে নিউজফিড স্ক্রল করতে যেয়ে আমরা প্রায়ই এমন সব বিজ্ঞাপন দেখে থাকি- “দশ দিনে ফ্রিল্যান্সিং শিখে হয়ে যান লাখপতি!” এসব বিজ্ঞাপন দেখে মনে প্রশ্ন আসতেই পারে, এগুলো কি আদৌ সম্ভব?
উত্তর হলো, হ্যাঁ এবং না। আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং কি (freelancing কি) ও এর নাড়ি-নক্ষত্র জানতে হবে।
☀ফ্রীল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কারো কাজ না করাকেই ফ্রিল্যান্সিং বলে।
মূলত যারা এ ধরনের কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়।
ফ্রিল্যান্সিং হলো কোন প্রতিষ্ঠানে পার্মানেন্ট চুক্তিবদ্ধ না হয়ে বরং প্রজেক্ট বেসিসে কাজ করা।
ফ্রিল্যান্সিং কোনো স্কিল না, এটা কাজ করার একটি উপায়। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অবশ্যই কোন না কোন বিষয়ে দক্ষ হতে হবে।
☀ফ্রিল্যান্সিং করতে কি কি দক্ষতা লাগবে?
অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং (Freelancing) করতে পারবো? কি কি জিনিস দরকার এই কাজের জন্য? আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য্য। এগুলো থাকলেই আপনি এই সেক্টরে নিমিষেই সফল হবেন।
এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা। ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারনা ও গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা এক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে। এই ছিল মুলত প্রয়োজনীয় বিষয়াবলী যা আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য করে তুলবে।
☀ ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন?
এটা সকলেরই প্রশ্ন যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমেই একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনার যে কাজে Passion ও আগ্রহ সব থেকে বেশি সে কাজটি বেছে নিবেন।
এর ফলে আপনি কাজ করে যেমন মজা পাবেন, তেমন অনেক দূর যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেক্টরটিতে।
☀ ফ্রীল্যান্সিং কেন শিখবেন?
🎯এই সেক্টরে রয়েছে কাজ করার স্বাধীনতা, অর্থাৎ, আপনার সুবিধা অনুযায়ী সময়ে আপনি কাজ করতে পারবেন।
🎯আপনি নিজেই নিজের কাজ বেছে নিতে পারবেন। আপনার যে কাজটি সব থেকে ভালো লাগে সেটিকে বেছে নিতে পারবেন।
🎯একক ভাবে কাজের পাশাপাশি এখানে আপনারা দলগত কাজেরও সুযোগ পেয়ে যাবেন।
🎯এই পেশাটি আপনি চাইলে ফুল টাইমও নিতে পারেন আবার পার্ট টাইম হিসাবেও কাজ করতে পারেন। তাই ছাত্র থাকা অবস্থায়ও এই কাজ আপনি করতে পারবেন বিনা ঝামেলায়।
🎯আপনার নিজের পেমেন্ট রেট আপনি নিজেই সেট করে নিতে পারবেন।
❄কোর্সটি কাদের জন্যঃ
🔵যারা Student, পড়ালেখার পাশাপাশি নিজের খরচটা চালাতে চান।
🔵যারা চাকুরিজীবি, চাকুরির পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চান।
🔵যারা শিক্ষিত বেকার, তারা চাইলে এইটি পেশা হিসেবে বেছে নিতে পারেন।
🔵যারা পরের অধীনে কাজ করতে পছন্দ করেন না।
🔵যারা মাস শেষে একটা হেন্ডসাম এমাউন্ট জেনারেট করতে চান।
❄যেই যেই সফটওয়ার শিখবেনঃ
✅Ai Tools-ChatGpt
✅Keyword.io
✅Rapidtags
✅Google Keyword Planner
✅বেসিক এডিটিং (Canva)
✅And Many More
❄যা যা লাগবেঃ
✡️ভালো নেট কানেকশনসহ একটা পিসি বা ল্যাপটপ থাকতে হবে
✡️[এই কোর্সটি করতে কোন হাই-কনফিগারেশনের কম্পিউটারের প্রয়োজন নেই]