About Us

বিজমোন আইটি বাংলাদেশের একটি মানসম্পন্ন ওয়েবসাইট ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমাদের প্রধান উদ্দেশ্য হল আমাদের ক্লায়েন্টদের সর্বোত্তম পরিষেবা প্রদান করা।

হ্যালো ,
আমি অরুন কুমার দাস, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ও ওয়েবসাইট ডিজাইনার। আমি গত পাঁচ বছর যাবত একজন ফুল টাইম ডিজিটাল মার্কেটার ও ওয়েবসাইট ডিজাইনার হিসেবে লোকাল এবং গ্লোবাল মার্কেটে কাজ করছি। আমার নিজস্ব একটি ডিজিটাল মার্কেটং এজেন্সি রয়েছে যার নাম Bizmoon It। তাছাড়া আমি দীর্ঘদিন যাবত একটা প্রতিষ্ঠানে জব করেছি। আমার জার্নিটা শুরু হয়েছিল বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে একজন ওয়েবসাইট ডিজাইনার হিসেবে কাজ করে। এরপর আমি আমার অনলাইন মার্কেটিং সার্ভিসের পরিসর বৃদ্ধি করি আমার এজেন্সির মাধ্যমে। ওয়েবসাইট ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং বিজনেস আমার কাজের মেইন ফোকাস এরিয়া। আমি অনেকগুলো কোম্পানীকে কন্সাল্টেশন সেবা প্রদান করেছি যারা এখন সফলভাবে বিজনেস গ্রো করেছে এবং মার্কেটে স্ট্রং ব্রান্ড রেপুটেশন বিল্ড করেছে।

বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে তরুন উদ্যোক্তাদের কম খরচে বেস্ট সার্ভিস দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আশা করি, আমার এই ক্ষুদ্র চেস্টা আপনাদের অনেক উপকারে আসবে।
আমার গোল হলো, পাঁচ বছরের অভিজ্ঞতার আলোকে খুব কম খরচে আমার ক্লাইন্টদের ভালো সার্ভিস ও ডিজিটাল প্রোডাক্ট প্রভাইড করা।

অরুন কুমার দাস
সি ই ও ,বিজমোন আইটি (Bizmoon It)